স্বাধীনতা ক্রীড়া সংঘকে ২-১ গোলে হারিয়ে স্বাধীনতা কাপে শুভসূচনা করেছে আবাহনী লিমিটেড। গতকাল সোমবার কমলাপুরের বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে ‘এ’ গ্রুপের ম্যাচে আবাহনীর হয়ে গোল করেছেন মেহেদি হাসান রয়েল ও ব্রাজিলিয়ান রাফায়েল অগোস্তো। ম্যাচের শেষ দিকে এক গোল শোধ করেন উজবেক তারকা নদিরবেক মাভলোনোভ।
এ ম্যাচে আবাহনীর হয়ে কোস্টোরিকান দানিয়েল কলিন্দ্রেস, ব্রাজিলিয়ান রাফায়েল অগোস্তো আর ইরানি ডিফেন্ডার মিলাদ শেখ থাকলেও ছিলেন না আরেক ব্রাজিলিয়ান দরিয়েলতন গোমেজ।
ম্যাচের প্রথম দিকে আবাহনীর সঙ্গে পাল্লা দিয়ে খেলে স্বাধীনতা। ক্রসবারে লেগে একবার হতাশও হতে হয় তাদের। খুব বেশি সময় দাপট ধরে রাখতে পারেনি তারা।