হোম > ছাপা সংস্করণ

হঠাৎ নড়ে উঠল ‘মৃত’ শিশুটি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় দাফনের আগে হঠাৎ নড়ে ওঠে মৃত শিশু। পরে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুকে মৃত ঘোষণা করেন। গতকাল বুধবার ঘটনাটি ঘটেছে উপজেলার আদমপুর ইউনিয়নের ঘোড়ামারা গ্রামে।

পরিবার সূত্রে জানা গেছে, তিন বছরের শিশু আশরাফুল গতকাল বুধবার পুকুরে ডুবে যায়। শিশুটিকে উদ্ধার করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান পরিবারে স্বজনরা। স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন। মৃত শিশুটিকে বাড়িতে এনে দাফন ব্যবস্থা করার সময় হঠাৎ নড়ে উঠে। এ সময় শিশুটিকে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। কমপ্লেক্সের ডাক্তাররা শিশুটিকে ভর্তি না করে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠান। মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে আবারও মৃত ঘোষণা করেন।

শিশুর চাচা বিল্লাল হোসেন বলেন, ‘আমার ভাইপো আশরাফুল সকালে পুকুরে পড়ে যায়। তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। তখন ডাক্তার শিশুটিকে মৃত ঘোষণা করেন। পরে দাফনের সময় নড়ে উঠলে আমার আবারও হাসপাতালে নিয়ে যায়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সদরে নেওয়ার কথা বললে সদর হাসপাতালের ডাক্তার আবারও মৃত ঘোষণা করে।’

এ বিষয়ে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মাহবুবুল আলম ভূইয়া বলেন, ‘আমি সিলেটে একটি সভায় আছি। তবে জীবিত শিশুকে মৃত ঘোষণার বিষয়টি আমার জানা নেই। খোঁজ নিয়ে বিষয়টি দেখছি।’

মৃত শিশুর চাচার অভিযোগ, দায়িত্বহীন কর্মকাণ্ড ও অদক্ষ চিকিৎসকের জন্য শিশুটি মারা গেল। শিশুটিকে হাসপাতাল ও বাড়িতে দুইবার আনা নেওয়ার ফলে চিকিৎসা না পেয়ে মারা গেছে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ