সারা দেশে আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। গত সোমবার বিকেল ৪টার দিকে কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেছে আওয়ামী লীগের নির্বাচন বোর্ড।
প্রতি ইউনিয়নে একাধিক প্রার্থী থাকলেও দলের হাইকমান্ড তৃণমূল নেতা-কর্মী ও জেলা-উপজেলা পর্যায়ের নেতাদের মতামতের ভিত্তিতে প্রার্থীর নাম ঘোষণা করে।
ফেনী : জেলার পরশুরাম উপজেলার মির্জানগরে নূরুজ্জমান, বক্সমাহমুদে আবদুল গফুর, চিথলিয়াতে জসিম উদ্দিন আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন।
এ ছাড়া ছাগলনাইয়া উপজেলার ঘোপালে মোহাম্মদ সেলিম, পাঠাননগরে রফিকুল হায়দার চৌধুরী, রাধানগরে মোশারাফ হোসেন, শুভপুরে আজিজুর রহমান, মহামায়াতে শাহজাহান মিনু মনোনয়ন পেয়েছেন।
লক্ষ্মীপুর : জেলার রামগঞ্জ উপজেলার কাঞ্চনপুরে নাছির উদ্দিন খান, নোয়াগাঁওতে সোহেল পাটোয়ারী, ভাদুরে মোহাম্মদ জবেদ, ইছাপুরে শাহনাজ আক্তার, চন্ডীপুরে কামাল হোসেন ভূঁঞা, লামচরে মাহেনারা পারভীন, দরবেশপুরে মিজানুর রহমান, করপাড়াতে মজিবুল হক মজিব, ভোলাকোট ভাটরাতে জামান পাটওয়ারী দুলাল ও ভাটরাতে মোহাম্মদ আবুল হোসেন দলটির মনোনয়ন লাভ করেছেন।
রায়পুর উপজেলার পেয়েছেন উত্তর চরআবাবিলে শহিদ উল্লাহ, উত্তর চরবংশীতে আবুল হোসেন, চরমোহনাতে শফিক, সোনাপুরে বি এম ইউছুফ জালাল, চরপাতাতে সুলতান মামুন রশিদ, কেরোয়াতে শাহিনুর বেগম রেখা, বামনীতে তাফাজ্জল হোসেন, দক্ষিণ চরবংশীতে আবু জাফর মো. সালেহ, দক্ষিণ চরআবাবিলে হাওলাদার নুরে আলম জিকু ও রায়পুরে সফিউল আজম।