হোম > ছাপা সংস্করণ

অন্য রকম নারায়ণগঞ্জ দেখলেন নগরবাসী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ শহরে যানজট নিরসনে মাঠে নেমেছে পুলিশ। গতকাল মঙ্গলবার এক অন্য রকম শহর দেখেছেন নগরবাসী। প্রধান প্রধান সড়কে ছিল না যানজট। রমজানের তৃতীয় দিনে যানজটমুক্ত সড়ক পাওয়ায় স্বস্তি ফিরেছে ব্যস্ত এই নগরে।

গতকাল সকাল থেকে নারায়ণগঞ্জ শহরের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেন পুলিশ সদস্যরা। সঙ্গে ছিল কমিউনিটি পুলিশিংয়ের সদস্যরা। শহরের প্রবেশমুখে এবং অলিগলিতে চেকপোস্ট বসিয়ে বাধা দেওয়া হয় অটোরিকশা, ইজিবাইকসহ নিষিদ্ধ যানবাহনকে।

শুধু সড়কেই নয়, নগরীর প্রধান প্রধান সড়কের ফুটপাতে যেন হকার বসতে না পারে সে জন্য বিশেষ টহলের ব্যবস্থা করে পুলিশ। ফলে বিকেল ও সন্ধ্যায় ফুটপাত ছিল পুরোপুরি ফাঁকা। প্রশাসনের এমন কঠোরতার কারণে হকাররা ফুটপাত দখল করতে সাহস পাননি। উন্মুক্ত ফুটপাতে দিনভর নির্বিঘ্নে চলাচল করেছেন পথচারীরা।

খোঁজ নিয়ে জানা যায়, প্রতিবছর রমজানের সময় নারায়ণগঞ্জ শহর যানজটে স্থবির হয়ে পড়ে। করোনার পর ইজিবাইকের প্রভাব বাড়ায় যানজটে নাকাল হয়ে পড়েছিলেন নগরবাসী। এবার সেই ভোগান্তির কথা মাথায় রেখে রমজান মাসকে কেন্দ্র করে বিশেষ ব্যবস্থা নিয়েছে জেলা পুলিশ।

ট্রাফিক পুলিশের পরিদর্শক ইমরান বলেন, ‘আমরা কোনো ব্যাটারিচালিত অটোরিকশা বা নিষিদ্ধ যানবাহন নগরীতে প্রবেশ করতে দেব না। ফুটপাতে যত্রতত্র হকার বসা এবং সড়কের পাশে অবৈধ পার্কিং একেবারেই বন্ধ। সকাল থেকে যানজটমুক্ত পরিবেশে নগরবাসী চলাচল করতে পারছেন। পুরো রমজান মাসে আমাদের এই কার্যক্রম চলমান থাকবে।’

একই বিষয়ে নারায়ণগঞ্জের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান বলেন, ‘নগরীতে যানজট বাড়ায় যত্রতত্র গাড়ি পার্ক করতে দেওয়া হবে না। যে সমস্ত অবৈধ যানবাহন রয়েছে, বিশেষ করে অবৈধ অটোরিকশা, ফিটনেসবিহীন গাড়ি—এসবের বিরুদ্ধে আমাদের কার্যক্রম অব্যাহত রাখব। আমাদের সঙ্গে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরাও কাজ করবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ