হোম > ছাপা সংস্করণ

প্রতারণা করে কোটিপতি শ্যালক-দুলাভাই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

মোবাইল ব্যাংকিং বিকাশের কাস্টমার কেয়ারের হেল্প লাইন নম্বর ক্লোন করে এজেন্টদের সঙ্গে প্রতারণা করছিল একটি চক্র। শ্যালক ও দুলাভাইয়ের এই চক্রটি প্রায় সাত বছর ধরে প্রতারণার মাধ্যমে কয়েক কোটি টাকা হাতিয়ে নিয়েছে। বিশেষ একটি বিদেশি পেইড অ্যাপস ব্যবহার করে তারা এ প্রতারণা করছিল। চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

ফরিদপুরের ভাঙ্গা ও মুন্সিগঞ্জ থেকে গত মঙ্গল ও গতকাল বুধবার তাঁদের গ্রেপ্তার করেছে র‍্যাব-৪। তাঁরা হলেন চক্রের হোতা দুলাভাই নুরুজ্জামান মাতুব্বর, শ্যালক সজিব মাতুব্বর ও সুমন শিকদার। এ সময় তাঁদের কাছ থেকে ১৩টি মোবাইল ফোন, ২৪টি সিমকার্ড জব্দ করা হয়।

গতকাল কারওয়ান বাজারের র‍্যাব মিডিয়া সেন্টারে র‍্যাব-৪-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মোজাম্মেল হক জানান, প্রতারক চক্রটি মোবাইল ব্যাংকিংয়ের এজেন্টদের টার্গেট করে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছে। প্রতারকেরা বিভিন্ন অসাধু মোবাইল সিম বিক্রেতার সঙ্গে যোগসাজশে রিকশাচালক, ভ্যানচালক ও সহজসরল মানুষদের এনআইডি ব্যবহার করে সিমকার্ড রেজিস্ট্রেশন করে। এরপর নম্বর ক্লোন করে মোবাইল ব্যাংকিং হেড অফিসের কর্মকর্তা পরিচয় দিয়ে কৌশলে এজেন্টদের পিন কোড জেনে নিত। পরে তাদের অ্যাকাউন্টে টাকা এলে দেশের বিভিন্ন প্রান্তে থাকা চক্রের সদস্যদের নম্বরে স্থানান্তর করত। এ গ্রুপের ২০-২৫ জন সদস্য রয়েছে। অন্য সদস্যদেরও গ্রেপ্তার করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ