সখীপুরে করোনাকালে ক্ষতিগ্রস্ত ১০০ জন প্রতিবন্ধীকে জরুরি খাদ্যসহায়তা দেওয়া হয়েছে। এ উপলক্ষে পক্ষাঘাতগ্রস্ত পুনর্বাসন কেন্দ্রের (সিআরপি) আয়োজনে শনিবার সকাল ১০টার দিকে ডাকবাংলো চত্বরে এক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইউডিপিডিসির সহযোগিতায় এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এ সময় কাঁকড়াজান ইউনিয়ন পরিষদের (ইউপি) নবনির্বাচিত চেয়ারম্যান মো. দুলাল হোসেন, সিবিআর সমন্বয়কারী মোসলেম আলী হাওলাদার, রিহাবের কর্মকর্তা রোকেয়া রশ্মি কেয়া, সিআরপির আরিফুর রহমান, মো. আখতারুজ্জামান, সখীপুর উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের প্রতিষ্ঠাতা পলাশ চন্দ্র বর্মণ ও উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি আরজিনা আক্তার প্রমুখ উপস্থিত ছিলেন।
এ সময় জন প্রতি ১৫ কেজি চাল, পাঁচ কেজি আটা, পাঁচ কেজি পেঁয়াজ, তিন কেজি ডাল, দুই লিটার সয়াবিন তেল, দুই কেজি চিনি ও এক কেজি লবণ দেওয়া হয়।