হোম > ছাপা সংস্করণ

বিলের পানি নিষ্কাশনের দাবিতে মানববন্ধন

বোরহানউদ্দিন (ভোলা) প্রতিনিধি

ভোলার বোরহানউদ্দিন উপজেলার টগবী ইউনিয়নে বিলের পানি নিষ্কাশন দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকেরা। গতকাল শনিবার দুপুরে উপজেলার টগবী ইউনিয়নে এ মানববন্ধন করা হয়।

এ সময় কৃষকেরা জানান, বছর পর বছর এ জমিতে ধান, মুগডাল, সয়াবিন, মসুর ডাল, ফেলন, বাদামসহ নানা ধরনের ফসল চাষ করা হয়। আগে জমির পানি নিষ্কাশনের ব্যবস্থা ছিল বলে ফসল ঠিকঠাক ঘরে তোলা যেত। কিন্তু এ এলাকায় কয়েক বছরের মধ্যে বসতবাড়ি গড়ে উঠেছে। ফলে সরকারি খাল ভরাট করে রাস্তা তৈরি করেছেন তাঁরা। এতে পানি নিষ্কাশনের কোনো ব্যবস্থা নেই। যার কারণে সামান্য বৃষ্টি হলেই ফসলি জমিতে পানি জমে যায়। এতে ফসলের ব্যাপক ক্ষতি হয়। ঘূর্ণিঝড় অশনির প্রভাবে বিলে পানি জমে সব ফল নষ্ট হয়ে গেছে। এতে কৃষকেরা ক্ষতির মুখে পড়েছেন।

এ সময় তাঁরা পানি নিষ্কাশনের ব্যবস্থা না করা হলে শত শত কৃষকের স্বপ্ন চুরমার হবে বলে দাবি করেন তাঁরা। তাই ড্রেন, নালা বা পাইপের মাধ্যমে বিল থেকে পানি নিষ্কাশনের ব্যবস্থা করতে প্রশাসনের প্রতি আহ্বান জানানো হয়।

বোরহানউদ্দিন উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘দ্রুতই ফসলি জমি রক্ষায় পানি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ