বগুড়ার সারিয়াকান্দিতে চুরির ঘটনা বাড়ছে। এতে আতঙ্কিত এলাকাবাসী। জানা গেছে গত কয়েক মাস ধরে সেখানে ছিঁচকে চোরের উৎপাত বেড়েছে।
সবশেষ পারতিত পরল গ্রাম থেকে সাংবাদিক সাহাদত জামানের মোটরসাইকেল চুরি হয়েছে। গত শনিবার রাতে তার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলটি চুরি হয়। সাহাদত জামান আজকের পত্রিকার সারিয়াকান্দি প্রতিনিধি। একই রাতে পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের আমিরুল ইসলামের ছাগল চুরি হয়।
সাহাদত জামান বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি আমার মোটরসাইকেলটি নেই। গত কয়েক দিন ধরেই সারিয়াকান্দিতে প্রতিনিয়ত চুরির ঘটনা শোনা যাচ্ছে।’
এলাকাবাসী জানিয়েছে, দুই দিন আগে বেলাল মাস্টারের বাড়ি থেকে চোরেরা ২টি গরু চুরির উদ্দেশ্যে গোয়াল ঘর থেকে বের করে রাস্তা পর্যন্ত নিয়ে যায়। তবে লোকজনের উপস্থিতি টের পেয়ে তাঁরা গরু ফেলে পালিয়ে যায়।
এ ছাড়া কয়েক দিন আগে একই এলাকা থেকে পানি তোলার দুইটি বৈদ্যুতিক মোটর চুরি হয়েছে। গত কয়ে কমাস আগেও একই গ্রাম থেকে শাহজাহান কবির টুটুলের ২টি বৈদ্যুতিক ট্রান্সমিটার চুরি হয়।
পৌর এলাকার হিন্দুকান্দি গ্রামের পাভেল মিয়া আজকের পত্রিকাকে জানান, ‘সারিয়াকান্দিতে গত কয়েক মাস ধরে ছিঁচকে চোরের উৎপাত খুবই বেড়েছে। আমাদের মালামাল নিয়ে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।’
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানিয়েছেন, ‘সাংবাদিকের সঙ্গে আমার মুঠোফোনে কথা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’