হোম > ছাপা সংস্করণ

নানা আয়োজনে ইবিতে সরস্বতী পূজা উদ্‌যাপন

ইবি (কুষ্টিয়া) ও ঝিনাইদহ প্রতিনিধি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) সনাতনী ধর্মাবলম্বীদের সরস্বতী পূজা উদ্‌যাপন হয়েছে। প্রতিমা স্থাপন, দেবী অর্চনা, পুষ্পাঞ্জলি প্রদান, ধর্মালোচনা ও প্রসাদ বিতরণসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে এ পূজা অনুষ্ঠিত হয়। গতকাল শনিবার সকাল ৯টার দিকে পূজা অনুষ্ঠানের আয়োজন করে ইসলামী বিশ্ববিদ্যালয় পূজা উদ্‌যাপন পরিষদ।

বিশ্ববিদ্যালয়ের পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম। বিশেষ অতিথি ছিলেন সহ-উপাচার্য অধ্যাপক ড. মো. মাহবুবুর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া। ধর্মালোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. অরবিন্দ সাহা।

এ সময় আরও উপস্থিত ছিলেন প্রক্টর অধ্যাপক ড. জাহাঙ্গীর হোসেন, অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মোহাম্মদ মামুন, আইসিটি বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দারসহ অনেকে।

এদিকে বিদ্যার দেবী সরস্বতীকে সন্তুষ্টি করে তার আশীর্বাদ পেতে ঝিনাইদহের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও বাড়িতে অনুষ্ঠিত হয়েছে সরস্বতীর পূজা। গতকাল সকাল থেকে ঝিনাইদহ জেলা শহরের সরকারি কেসি কলেজ, কেন্দ্রীয় বারোয়ারি তলা পূজা মন্দিরে ভিড় জমাতে থাকে শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষ। জ্ঞান লাভের আশায় দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেন শিক্ষার্থীরা।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ