২০১৯ সালে ইস্টার সানডেতে বোমা হামলা মামলার বিচার শুরু করেছে শ্রীলঙ্কার একটি আদালত। গত সোমবার এ বিচারকাজ শুরু হয়। গতকাল মঙ্গলবার হামলার সঙ্গে যুক্ত ২৫ জনের বিচার শুরু করে আদালত। তাঁদের বিরুদ্ধে ২৩ হাজার অভিযোগ দায়ের করেছে পুলিশ। এ মামলায় একটি জটিল এবং দীর্ঘমেয়াদি আইনি লড়াই হবে বলে আভাস দিয়েছেন আইনজীবীরা।
গতকাল ২৫ জনকে কড়া নিরাপত্তায় কলম্বো হাইকোর্টে নিয়ে আসা হয়। এঁদের মধ্যে ছিলেন মূল পরিকল্পনাকারী মোহাম্মদ নাউফের। এর আগে সোমবার সাবেক পুলিশপ্রধান পুজিত জয়াসুন্দরার বিরুদ্ধে অভিযোগ আনা হয়। ২০১৯ সালের ২১ এপ্রিল ইস্টার সানডেতে শ্রীলঙ্কার তিনটি গির্জা ও তিনটি হোটেলে একযোগে আত্মঘাতী হামলা চালানো হয়। এতে অন্তত ৪৫ জন বিদেশিসহ ২৬৭ জন নিহত হন। মারা যায় অন্তত ৪০ শিশু।