পূর্বধলা (নেত্রকোনা) প্রতিনিধি
নেত্রকোনার পূর্বধলা উপজেলায় গতকাল শুক্রবার বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।
‘বৈষম্য ঘোচাও, সাম্য বাড়াও, মানবাধিকারের সুরক্ষা দাও’ এ প্রতিপাদ্য নিয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেসরকারি সংস্থা সারা এ জোনাল অফিসার মো. আব্দুল আলিম।
প্রধান অতিথি ছিলেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যাপক মফিজ উদ্দিন। সঞ্চালনা করেন সারার প্রোগ্রাম কো-অর্ডিনেটর মো. সাখাওয়াত হোসেন। অনুষ্ঠানে মানবাধিকার কর্মী ও বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।