বাঘা উপজেলায় চতুর্থ ধাপে তিন ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচনে ৩৯ পদে ১১৮ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত এই মনোনয়নপত্র উত্তোলন করেছেন প্রার্থীরা।
জানা যায়, উপজেলার আড়ানী, বাউসা এবং চকরাজাপুর ইউনিয়নে আগামী ২৩ ডিসেম্বর নির্বাচন। ২৫ নভেম্বর পর্যন্ত মনোনয়ন উত্তোলন ও দাখিল, ২৯ নভেম্বর মনোনয়ন যাচাই-বাছাই, আপিল ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর, আপিল নিষ্পত্তি ৩ থেকে ৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ৬ ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ ৭ ডিসেম্বর।
উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুল আলম বলেন, আড়ানী, বাউসা এবং চকরাজাপুর ইউপিতে প্রার্থীরা সুন্দরভাবে মনোনয়নপত্র উত্তোলন করছেন। গতকাল শুক্রবার বিকেল সাড়ে ৫টা পর্যন্ত তিন ইউপিতে চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলন করেছেন ১৪ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ২২ জন এবং সাধারণ সদস্য পদে ৮২ জন।