হোম > ছাপা সংস্করণ

বাসি খাবার বিক্রি করায় জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লা নগরীর রাজগঞ্জ বাজার এলাকার তিনটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, সংরক্ষণ, বাসি খাবার বিক্রি, মেয়াদ উত্তীর্ণ এবং অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রি করা হচ্ছিল।

গতকাল মঙ্গলবার কুমিল্লা জেলা প্রশাসনের সহযোগিতায় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা এ অভিযান চালায়।

এতে অধিদপ্তরটির সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম নেতৃত্ব দেন। এটি নিয়মিত তদারকি অভিযান ছিল বলে জানা গেছে।

অভিযানে বাসি খাবার সংরক্ষণের অভিযোগে ছমির হোটেলকে পাঁচ হাজার টাকা, অনুমোদনহীন বিদেশি পণ্য বিক্রি করায় প্রিমিয়াম সুইটসকে পাঁচ হাজার টাকা, মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহার করে মিষ্টি প্রস্তুত করায় মিঠেইকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

এ সময় ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, দোকানের দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শন, ক্রয়-বিক্রয় রশিদ সংরক্ষণ এবং ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক ব্যবহারের নির্দেশ দেওয়া হয়।

ভোক্তাদের অধিকার সুরক্ষায় নিয়মিত এ ধরনের তদারকি অভিযান চলবে বলে জানান ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লার সহকারী পরিচালক মো. আছাদুল ইসলাম।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ