কয়রা শাকবাড়িয়া স্কুল অ্যান্ড কলেজ মোড়ে অবস্থিত জুবাইয়া ফার্মেসিতে (ওষুধের দোকান) অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ৭ লাখ টাকার বিভিন্ন প্রকার ওষুধসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। জুবাইয়া ফার্মেসির মালিক পল্লি চিকিৎসক মো. হাসান গাজী জানান, মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি ফার্মেসি বন্ধ করে বাড়ি আসেন। হঠাৎ রাত ৩টার দিকে খবর পান তার ওষুধের ফার্মেসিতে আগুন লেগেছে।
তাৎক্ষণিক এলাকাবাসীর সহায়তায় আগুন নেভানো সম্ভব হলেও ফার্মেসিতে থাকা সব ওষুধ পুড়ে ছাই হয়ে যাওয়ার পাশাপাশি আসবাবপত্রও পুড়ে যায়। এ সময় ফার্মেসির ঘরের চালও আগুনে কিছু অংশ পুড়ে যায়। তিনি জানান, এতে করে তার ৭ লাখ টাকার বেশি ওষুধ পুড়ে গেছে।