হবিগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদ (২০২১-২০২৫) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৮ জন। তাঁরা সকলেই নির্বাহী সদস্য, সংরক্ষিত নির্বাহী সদস্য ও সংরক্ষিত মহিলা নির্বাহী সদস্য।
গত রোববার সন্ধ্যায় নির্বাচনে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় ১৮টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। নির্বাচিতদের মধ্যে নির্বাহী সদস্য ১৪ জন, সংরক্ষিত নির্বাহী সদস্য দুজন ও সংরক্ষিত মহিলা নির্বাহী সদস্য দুজন।
বর্তমানে ক্রীড়া সংস্থার নির্বাচনে ৯ পদে লড়ছেন ১৪ প্রার্থী। এর মধ্যে সহসভাপতির চার পদে পাঁচজন, সাধারণ সম্পাদক পদে দুজন, অতিরিক্ত সাধারণ সম্পাদক পদে দুজন, যুগ্ম-সাধারণ সম্পাদকের দুই পদে তিনজন এবং কোষাধ্যক্ষ পদে দুজন।
আগামী ১০ নভেম্বর নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। হবিগঞ্জ আধুনিক স্টেডিয়ামে জেলা ক্রীড়া সংস্থার কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।