হোম > ছাপা সংস্করণ

হাতিয়ায় সরকারি জায়গায় নির্মিত দোকান গুঁড়িয়ে দিল প্রশাসন

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়া উপজেলায় সরকারি জায়গায় নির্মিত দোকান গুঁড়িয়ে দিয়েছে প্রশাসন। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার চরকিং ইউনিয়নের পুকুর পাড় এলাকায় এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা সহাকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দের নেতৃত্বে একটি দল এই উচ্ছেদ অভিযান চালায়।

জানা গেছে, ইউনিয়নের ওই পুকুরটি সরকারি খাস সম্পত্তি। দীর্ঘদিন ধরে সরকার এটি ইজারা দিয়ে আসছে। কয়েক দিন আগে এই পুকুর পাড়ে মো. তৈয়ব নামে একজন একটি ঘর নির্মাণ করে তাতে চায়ের দোকান দেন। গত বছরও সেখানে দুটি দোকান নির্মাণ করা হয়েছিল।

কয়েকবার এসব দোকানের মালিকদের নোটিশ দেওয়ার পরও আমলে নেননি তাঁরা। সর্বশেষ গত সপ্তাহে এলাকার অন্য একজন একই জায়গায় নতুন করে ঘর নির্মাণ করতে গেলে ভেঙে দেয় প্রশাসন। সেই সময় আগে দখলে থাকা দোকানের মালিকদের এক সপ্তাহের মধ্যে এসব দোকান ঘর সরিয়ে নেওয়ার জন্য বলা হয়। কিন্তু তাঁরা এই নির্দেশ অমান্য করেন।

এদিকে গতকাল সকালে উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে থানা-পুলিশের একটি টিম গিয়ে সেই দোকান দুটি উচ্ছেদ করে। এ সময় ভূমি অফিসের লোকজন দোকান ঘরের বেড়া-চালা খোলে নিয়ে আসেন। উচ্ছেদের সংবাদ পেয়ে আগেই দোকানের মালিক দুজনই মালামাল নিয়ে পালিয়ে যান।

এ ছাড়া হাতিয়ার বিভিন্ন অঞ্চলে বিশেষ করে বেড়ি বাঁধের ওপর একটি গ্রুপ সরকারি জায়গায় ঘর নির্মাণ করে ভাড়া দিয়ে আসছে। কিছু কিছু জায়গা ভূমি অফিসের লোকজনের সহযোগিতায় বন্দোবস্ত নিয়ে ভোগদখল করছেন তাঁরা।

এ ব্যাপারে হাতিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বায়েজীদ বিন আখন্দ বলেন, চরকিং ইউনিয়নের সরকারি জায়গায় নির্মাণ করা দুটি ঘর ভেঙে দেওয়া হয়েছে। হাতিয়া বিভিন্ন অঞ্চলে সরকারি জায়গায় যে সব ঘর নির্মাণ করা হয়েছে, পর্যায়ক্রমে সবগুলো উচ্ছেদ করা হবে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ