চরফ্যাশন উপজেলায় এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। শিশুটিকে উদ্ধার করে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত বৃহস্পতিবার এই ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার চরফ্যাশন উপজেলার শশীভূষণ থানায় একটি মামলা হয়েছে। তবে গতকাল শনিবার এই প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশ অভিযুক্ত শামীমকে গ্রেপ্তার করতে পারেনি।
জানা যায়, বৃহস্পতিবার সকালে দাদির কাছে দুই সন্তান রেখে মা স্কুলে যান। স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন তিনি। দাদি বাড়ির পাশের ঘরে গেলে সেই সুযোগে পাঁচ বছরের কন্যা শিশুটিকে ধর্ষণ করেন অভিযুক্ত মাদ্রাসা ছাত্র শামীম (১৮)। একপর্যায়ে শিশুটিকে ফেলে অভিযুক্ত শামীম পালিয়ে যান। পরে শিশুটিকে উদ্ধার করে গুরুতর অবস্থায় চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শশীভূষণ থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘ধর্ষণের ঘটনায় শামীমকে আসামি করে একটি মামলা হয়েছে। তবে আসামিকে এখনো গ্রেপ্তার করা সম্ভব হয়নি। আসামি পলাতক রয়েছে। আমরা তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চালিয়ে যাচ্ছি।’