কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে নিযুক্ত হয়েছেন সহকারী অধ্যাপক ড. জান্নাতুল ফেরদৌস। গত বুধবার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের স্বাক্ষরিত এক অফিস আদেশের মাধ্যমে এই তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিভাগের বর্তমান বিভাগীয় প্রধান সৈয়দ কৌশিক আহমেদ গত ১৮ নভেম্বর শিক্ষা ছুটিতে যান। ফলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরবর্তী জ্যেষ্ঠ শিক্ষক ড. জান্নাতুল ফেরদৌসকে ভারপ্রাপ্ত বিভাগীয় প্রধানের দায়িত্ব প্রদান করা হয়।
এদিকে বৃহস্পতিবার নবনিযুক্ত চেয়ারম্যানকে বিভাগের সহযোগী সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ফার্মেসী সোসাইটির (কাপস) পক্ষ থেকে ক্রেস্ট ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।