ময়মনসিংহ কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ বলেছেন, পুলিশের একার পক্ষে মাদকমুক্ত সমাজ গঠন করা সম্ভব নয়। মাদকমুক্ত সমাজ গড়তে হলে সমাজের সব শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।
গত বুধবার বিকেলে নগরীর কৃষ্টপুর দক্ষিণপাড়া কমিউনিটি পুলিশিং কার্যালয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, ‘মাদক ব্যবসায়ী ধরতে পুলিশের সোর্সের দরকার নেই। সোর্স আপনারাই। আপনারাই সামাজিকভাবে মাদক ব্যবসায়ীদের রুখে দেবেন। বিট পুলিশিং কার্যক্রম মাদকমুক্ত সমাজ গড়তে মুখ্য ভূমিকা পালন করবে। এর কার্যক্রম আমি নিয়মিত করব।’
তিনি আরও বলেন, বিট পুলিশিং, পুলিশি সেবা আরও গতিশীল ও কার্যকর ভূমিকা পালন করছে। ইতিমধ্যেই চুরি, ছিনতাই, চাঁদাবাজি, সন্ত্রাসী কার্যক্রমসহ বিভিন্ন অপরাধ কমে আসছে।
এ ছাড়াও বিট পুলিশিংয়ে স্থানীয়দের সঙ্গে পুলিশের বন্ধুত্বপূর্ণ মনোভাব সৃষ্টি হবে। পুলিশের জন্য এলাকার বিভিন্ন বিষয়ে তথ্য জানাসহ অপরাধ দমন ও সহজে রহস্য উদ্ঘাটন করা যাবে।