নেত্রকোনার বারহাট্টা উপজেলায় অন্য প্রতিষ্ঠানের মোড়ক ও মেয়াদহীন পণ্য বিক্রি করায় দুটি প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল মঙ্গলবার উপজেলার ফকিরের বাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়।
পরে ওই সব পণ্য পুড়িয়ে ফেলা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শাহ আলম।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নেত্রকোনা জেলার সহকারী পরিচালক মো. শাহ আলম জানান, অন্য প্রতিষ্ঠানের মোড়ক ব্যবহার করায় রামপুরা কান্দাপাড়ার সালাম ভাই ভাই জর্দা কারখানাকে ৩০ হাজার টাকা ও মেয়াদ ও মূল্যবিহীন পণ্য বিক্রি করায় নুর দুলাল পাতি জর্দা কারখানাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
পরে জনসম্মুখে বাজেয়াপ্ত অন্য প্রতিষ্ঠানের মোড়ক ও ভেজাল পণ্যসামগ্রী ধ্বংস করা হয়। এ সময় উপস্থিত জনসাধারণকে মাস্ক পরার পাশাপাশি ভিড় এড়িয়ে দূরত্ব বজায় রেখে চলাচল করতে অনুরোধ করা হয়।