অবশেষে করোনার সংক্রমণ রোধে বিশ্বের সবচেয়ে বেশি সময় ধরে লকডাউনে থাকা অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর থেকে তুলে নেওয়া হচ্ছে লকডাউন। চলতি সপ্তাহেই এই লকডাউন তুলে নেওয়ার জন্য সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে বলে গতকাল রোববার জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
শুক্রবার নাগাদ বেশ কিছু নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেওয়ার মধ্য দিয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরবে মেলবোর্নের ৫০ লাখের বেশি মানুষ, যারা গত বছরের মার্চ থেকে মোট ২৬২ দিন বা প্রায় ৯ মাস ধরে ছয় দফায় লকডাউনের অধীনে ছিল।
আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী, মেলবোর্নেই বিশ্বের সবচেয়ে দীর্ঘ লকডাউন জারি ছিল। এর আগে, গত ১১ অক্টোবরসিডনি থেকেও লকডাউন তুলে নেওয়া হয়।