হোম > ছাপা সংস্করণ

সেই সেতুর দুই পাশে হচ্ছে সংযোগ সড়ক

অষ্টগ্রাম (কিশোরগঞ্জ) প্রতিনিধি

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কেওয়ারজোড় ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের সেই সেতুর দুই পাশে নির্মিত হচ্ছে সংযোগ সড়ক। গতকাল রোববার সকাল থেকে সড়কে মাটি ফেলার কাজ শুরু হয়েছে।

জানা গেছে, ২০১৮-১০১৯ অর্থবছরে ৩০ লাখ টাকা ব্যয়ে কাঞ্চনপুর চৌধুরী বাড়ি-হিন্দুহাটি সেতুটি নির্মাণ করা হয়। সেতু নির্মাণের পর দুই পাশে সড়কের সংযোগস্থলে মাটি ভরাট করা হয়নি। সেতুর দুই পাশে প্রায় ৬০ ফুট সংযোগ সড়কে মাটি না থাকায় বাঁশের সাঁকো দিয়ে সেতুতে উঠতে হতো।

দ্রুত মাটি ভরাট করে সেতুটি চলাচলের উপযোগী করা হোক এমন দাবি ছিল সাধারণ মানুষের। এ নিয়ে গত ১৩ জানুয়ারি ‘সেতুর দুপাশে সঙ্গী সাঁকো’ শিরোনামে সংবাদ প্রকাশ করে আজকের পত্রিকা।

গতকাল রোববার সকালে উপজেলা প্রকল্প বাস্তবায়ন অধিদপ্তর সড়কে মাটি ফেলার কাজ শুরু করে। এত আনন্দিত এলাকাবাসী। তাঁদের অনেকেই কৃতজ্ঞতা জানান আজকের পত্রিকাকে।

স্থানীয় বাসিন্দা নাঈম হাসান চৌধুরী বলেন, ‘মাটি ভরাটে আমরা খুশি। বিলম্ব হলেও সড়কটি হচ্ছে, সেতুটি মানুষের কাজে লাগবে। আজকের পত্রিকাকে ধন্যবাদ তারা প্রতিবেদন না করলে এত দ্রুত কাজ শুরু হতো কিনা সন্দেহ রয়েছে।’

মিঠামইন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা খলিলুর রহমান মোল্লাহ মুঠোফোনে বলেন, আগেও সেতুর দুই পাশে মাটি ভরাট করা হয়েছিল। এখন আবারও সংযোগ সড়ক তৈরি করা হচ্ছে। এতে মানুষ সেতুটি ব্যবহার করতে পারবেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ