বাগেরহাটের মোল্লাহাটে স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন শিশু কিশোর-কিশোরী কার্যালয়ের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে।
গতকাল শুক্রবার সকাল ১০টায় দেড়বোয়ালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু কিশোর কিশোরী কার্যালয়ের সভাপতি মহারাজ সরকারের সভাপতিত্বে আলোচনা সভা, কেক কাটা, মাস্ক বিতরণ ও গাছের চারা বিতরণের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়।
উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ওয়াহিদ হোসেন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, যুবলীগ নেতা ও হৃদয়ে মোল্লাহাট গ্রুপের অ্যাডমিন সাজ্জাদ আল-ইসলাম মঈন।
এ ছাড়া উপস্থিত ছিলেন প্রধান শিক্ষক বিপুল কান্তি বিশ্বাস, প্রেসক্লাব মোল্লাহাটের সিনিয়র সহসভাপতি শরিফ মাসুদুল করিম, যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ শাহিনুর ইসলাম শাহিন, ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির সংগঠক মো. ইদ্রিস আলী।
সজীব কুমার সরকারের সার্বিক তত্ত্বাবধায়নে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন তানভীর সোহেল, দিল আফসানা স্বর্ণা, রাফিন পিংকি, প্রিয়া সরকার, সুজন সরকার, পল্লি সমাজ নেত্রী লক্ষী সরকার, ঝরনা বেগম প্রমুখ।
প্রতিষ্ঠা বার্ষিকীতে হৃদয়ে মোল্লাহাট গ্রুপের পক্ষ থেকে বৃক্ষরোপণ ও সামাজিক বনায়ন তৈরিতে চারাগাছ শিশুদের মাঝে বিতরণ করা হয়।