৭ থেকে ১০ দিনের মধ্যেই করোনার বুস্টার ডোজ টিকাদান কার্যক্রম শুরু করা যাবে। ৬০ বছরের বেশি বয়সী ব্যক্তি এবং ফ্রন্টলাইনারদের প্রথমে এই ডোজ দেওয়া হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। গতকাল সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠক শেষে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বুস্টার ডোজ শুরুর আগে আমাদের সংখ্যাটি নির্ধারণ করতে হবে। এ ছাড়া আরও কিছু কাজ আছে। এই মুহূর্তে সুরক্ষা অ্যাপের আপ-গ্রেডের কাজ চলছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে প্রস্তুতি সেটাও হয়ে যাবে। আইসিটির প্রস্তুতিটাও করা সম্ভব হবে।’
যাঁরা এখনো করোনার এক ডোজ টিকাও পাননি, তাঁদের অগ্রাধিকার ভিত্তিতে এই টিকা দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। তাঁদের সঙ্গে বয়স্কদেরও অগ্রাধিকারের ভিত্তিতে করোনার টিকা দেওয়ার পর সবার জন্য এই টিকাদান উন্মুক্ত করার পরিকল্পনা রয়েছে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘আমাদের হাসপাতালগুলো যেভাবে ছিল আমরা সেভাবেই রেখেছি। এটাকে আরও জোরদার করা হয়েছে। আমরা প্রায় ৮০টি অক্সিজেন জেনারেটর এখন স্থাপন করছি, এর মধ্যে ৩০টি স্থাপনের কাজ সমাপ্তির পথে। বাকিগুলো অল্প দিনের মধ্যে দেশে আসলে আমরা সংযোজন করব।’
করোনা রোগীর সংখ্যা বাড়ছে: দেশে করোনাভাইরাসে শনাক্ত রোগীর সংখ্যা আবারও বাড়ছে। গত দুই দিন পর পর ৩০০-এর বেশি রোগী শনাক্ত হয়েছে। বেড়েছে শনাক্তের হারও। স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮৫ জন, আর মারা গেছেন ৩ জন। এর আগে গত রোববার শনাক্তের সংখ্যা ছিল ৩২৯ জন। সবশেষ গত ২৪ নভেম্বর ৩১২ জন নতুন রোগী শনাক্তের তথ্য দেয় স্বাস্থ্য অধিদপ্তর। সেদিনের পর থেকে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ৩০০-এর নিচেই ছিল।