নোয়াখালীর চাটখিল পৌর শহরে স্ত্রীর মৃত্যুর সংবাদ শুনে ব্যবসায়ী সফিক উল্যা মিয়া (৭৬) স্ট্রোক করে মারা গেছেন। গতকাল মঙ্গলবার ভোরে স্ত্রীর মৃত্যুর খবর শোনার পর দুপুরে তাঁর মৃত্যু হয়।
সফিক উল্যা মিয়ার ছেলে পৌর বাজারের ব্যবসায়ী কামাল হোসেন জানান, তাঁর মা মাহমুদা খাতুন (৬০) হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ঢাকা নেওয়ার পথে গতকাল ভোরে তিনি মারা যান। এ খবর বাড়িতে জানাজানি হলে তাঁর বাবা বেলা সাড়ে ১২টার দিকে স্ট্রোক করে পৌরশহরের ভীমপুরের নিজ বাড়িতে মারা যান।
গতকাল দুপুরে মাহমুদা খাতুনের এবং সন্ধ্যায় সফিক উল্যার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দুজনের মরদেহ দাফন করা হয়।
সফিক উল্যা মিয়া ও তাঁর স্ত্রীর মৃত্যুতে চাটখিল প্রেসক্লাবের সভাপতি মো. হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক শোয়েব হোসেন বুলু এবং চাটখিল বাজারের ব্যবসায়ী সমিতির নেতারা গভীর শোক প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁরা শোকাহত পরিবারের প্রতি সমবেদনা ও তাঁদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।