হোম > ছাপা সংস্করণ

নেত্রী হবেন বুবলী, সঙ্গে আদর

ঢাকাই সিনেমায় এই মুহূর্তের সবচেয়ে ব্যস্ত অভিনেত্রী শবনম বুবলী। গত মাসে জসিম উদ্দীন জাকিরের ‘মায়া’ ও মোহাম্মদ ইকবালের ‘বিট্রে’ সিনেমার শুটিংয়ে অংশ নিয়েছেন তিনি। এর আগে কাছাকাছি সময়ে সৈকত নাসিরের ‘তালাশ’ ও মোহাম্মদ ইকবালের আরেকটি সিনেমা ‘রিভেঞ্জ’-এর শুটিং শেষ করেছেন। বুবলীর আরেকটি সিনেমার খবর পাওয়া গেল গতকাল।

নতুন এই সিনেমার নাম ‘লোকাল’। ফেরারী ফরহাদের গল্প নিয়ে সিনেমাটি বানাবেন সাইফ চন্দন। টাইগার মিডিয়ার ব্যানারে ‘লোকাল’ প্রযোজনা করবেন জাহিদ হোসেন অভি। প্রযোজক জানিয়েছেন, এ সিনেমায় বুবলীর নায়ক আদর আজাদ। এর আগে ‘তালাশ’-এ প্রথম একসঙ্গে অভিনয় করেন বুবলী ও আদর। এখনো এই জুটিকে পর্দায় দেখার সুযোগ হয়নি দর্শকদের। প্রথম সিনেমাটি মুক্তির আগেই ‘লোকাল’-এ দ্বিতীয়বার জুটি হলেন তাঁরা।

বুবলী জানিয়েছেন, রাজনৈতিক থ্রিলার ঘরানার গল্প নিয়ে তৈরি হবে ‘লোকাল’। গল্পে তিনি মফস্বলের এক সাধারণ তরুণী। মায়ের সঙ্গে দেশি খাবারের একটি রেস্টুরেন্ট পরিচালনা করেন। আরও খানিকটা খোলাসা করে নির্মাতা সাইফ চন্দন বলেন, ‘প্রান্তিক মানুষের সংগ্রাম, জীবনযাপনসহ তাঁদের নানা সংস্কৃতি তুলে ধরা হবে এ সিনেমায়। সে জন্যই এর নাম লোকাল রাখা হয়েছে। গল্পের একপর্যায়ে বাধা-বিপত্তি আসে। সেটা মোকাবিলা করতেই নেতৃত্বের প্রয়োজন হয়। তখন এগিয়ে আসেন বুবলী।’ সহজ কথায়, মফস্বলের এক সাধারণ তরুণীর নেত্রী হয়ে ওঠার গল্প দেখানো হবে ‘লোকাল’ সিনেমায়।

প্রযোজক জানিয়েছেন, সিনেমাটির পরিকল্পনা চলছিল জানুয়ারি থেকে। চূড়ান্ত হয়েছে অভিনয়শিল্পীর তালিকা। আগামীকাল থেকে শুরু হবে শুটিং। বুবলী, আদর ছাড়াও এতে আরও থাকছেন সাঞ্জু জন, শহীদুল আলম সাচ্চু, সিয়াম নাসির, বড়দা মিঠু প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ