হোম > ছাপা সংস্করণ

পদ্মায় ধরা পড়ল ৩৮ কেজির বাগাড়

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলায় পদ্মা নদীতে জেলের জালে ৩৮ কেজির একটি বাগাড় ধরা পড়েছে। পরে মাছটি ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়। গতকাল শনিবার সকাল ৯টার দিকে উপজেলার দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার পদ্মা নদীর মোহনায় জেলে আক্কাস হালদারের জালে মাছটি ধরা পড়ে।

দৌলতদিয়া বাজারে বাবু সরদারের আড়ত থেকে নিলামে স্থানীয় ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেন। পরে মাছটি ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করা হয়।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, কিছুদিন ধরে পদ্মা নদীতে দেশীয় প্রজাতির বড় কোনো মাছ পাওয়া যাচ্ছিল না। মাছ না পাওয়ায় জেলেদের পাশাপাশি স্থানীয় মৎস্যজীবীরাও হতাশ ছিলেন। নদীতে পানি বাড়ায় অনেক দিন পর আজ শনিবার সকাল ৯টার দিকে দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট এলাকার অদূরে পদ্মা নদীর মোহনায় আক্কাস হালদার ও তাঁর দল জাল ফেললে ৩৮ কেজি ওজনের বাগাড় মাছটি ওঠে।

দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকার মাছ ব্যবসায়ী সম্রাট শাহজাহান শেখ বলেন, ‘সকাল ১০টার দিকে বাবু সরদারের আড়ত থেকে নিলামে অংশ নিয়ে ১ হাজার ৩০০ টাকা কেজি দরে ৪৯ হাজার ৪০০ টাকায় মাছটি কিনে নেই। পরে ঢাকার এক ব্যবসায়ীর কাছে ১ হাজার ৩৫০ টাকা কেজি দরে ৫১ হাজার ৩০০ টাকায় বিক্রি করি।’

গোয়ালন্দ উপজেলার মৎস্য কর্মকর্তা শাহ মো. শাহারিয়ার জামান বলেন, বেশ কিছুদিন পর ৩৮ কেজি ওজনের একটি বাগাড় মাছ ধরা পড়ার খবরে জেলেদের পাশাপাশি তাঁরাও আনন্দিত। নদীতে স্রোত কম থাকলে পাঙাশ, রুই, কাতলা, বোয়ালসহ দেশীয় বড় প্রজাতির মাছ আরও ধরা পড়বে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ