নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ায় নাসিরনগরে দুজন ‘বিদ্রোহী’ প্রার্থীকে দল থেকে সাময়িক বহিষ্কারের সুপারিশ করেছে উপজেলা আওয়ামী লীগ।
গতকাল রোববার বিকেলে কেন্দ্রে এ সুপারিশ পাঠানো হয়। দলীয় সিদ্ধান্ত অমান্য করে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে অংশ নেওয়ায় তাঁদের বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
বহিষ্কার করা ব্যক্তিরা হলেন উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও একই ইউনিয়নের আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ফারুক মিয়া এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য ও চাপরতলা ইউনিয়নের বিদ্রোহী প্রার্থী আবদুল হামিদ।