হোম > ছাপা সংস্করণ

খুঁড়ে রেখে কাজ বন্ধ, ভোগান্তি

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া পৌর শহরের অন্যতম ব্যস্ততম হাসপাতাল সড়ক প্রায় ৬ মাস ধরে অচল। সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ি করে দীর্ঘ সময় ধরে ফেলে রাখা হয়েছে। এ রাস্তা দিয়ে চলাচল করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগী, শিক্ষার্থী ও বিভিন্ন অফিসের কর্মকর্তারাসহ স্থানীয় বাসিন্দারা। সড়কটি প্রায় অচল হয়ে পড়ায় ভোগান্তিতে পড়তে হচ্ছে তাদের।

চকরিয়া পৌরসভা প্রকৌশল কার্যালয় সূত্রে জানা যায়, ২০২০ সালে একটি প্রকল্পের অধীনে পৌর শহরের হিন্দুপাড়া ডা. তেজেন্দ্র লাল দের বাড়ি থেকে খোদারকুম কেবি জালাল উদ্দীন সড়ক পর্যন্ত প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কার ও ড্রেন নির্মাণের দরপত্র আহ্বান করা হয়। এই সড়কটির সংস্কারকাজ শেষ হওয়ার কথা ছিল চলতি বছরের জানুয়ারি মাসে। দশ মাস পার হলেও কাজ শেষ করতে পারেননি ঠিকাদার।

স্থানীয় বাসিন্দারা জানান, হাসপাতাল সড়ক দিয়ে পৌর এলাকার অধিকাংশ লোকজন চলাচল করে। এখানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, এনজিও অফিসসহ দুই শতাধিক বসতবাড়ি ও অর্ধ শতাধিক দোকান রয়েছে। সড়ক খোঁড়াখুঁড়ি করে রাখায় সবাইকে ঝুঁকি নিয়ে ড্রেনের ওপর দিয়ে চলাচল করতে হচ্ছে। এ সড়ক দিয়ে কোনো যান চলাচল করতে পারে না। এ কারণে এখানকার বেশ কয়েকটি দোকান বাধ্য হয়ে বন্ধ করে দিতে হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও স্বেচ্ছাসেবী সংগঠক আদনান রামীম বলেন, সড়ক সংস্কারের জন্য খোঁড়াখুঁড়ি করে রাখায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীরা দুর্ভোগ পোহাচ্ছে। তিনি দ্রুত সংস্কারকাজ শেষ করার দাবি জানান।

মাহফুজুল আলম নামে এক পথচারী বলেন, ‘বছরখানেক আগে ড্রেনের অর্ধেক কাজ করে ঠিকাদার উধাও হয়ে গিয়েছিল। কিছুদিন পরে কাজ শেষ করেন। এবার আবার সড়ক খোঁড়াখুঁড়ি করে ঠিকাদার উধাও হয়ে গেছেন। এ সড়ক দিয়ে চলাচল করা যায় না। ড্রেনের ওপর দিয়ে চলাচল করতে হয়। কিন্তু ড্রেনের অনেক জায়গায় ঢাকনা নেই। অনেক কষ্টে রয়েছি আমরা’

চকরিয়া পৌরসভার সহকারী প্রকৌশলী মৃণাল কান্তি ধর বলেন, ‘সড়ক খোঁড়াখুঁড়ি করে ফেলে রাখায় সবার অসুবিধা হচ্ছে। করোনার কারণে কাজ সঠিক সময় শেষ করতে পারেনি ঠিকাদার। তবে ড্রেনের কাজ শেষ হয়েছে। শুধু সড়কের কার্পেটিং করতে হবে। এ পর্যন্ত ৭০ শতাংশ কাজ শেষ হয়েছে। দ্রুত কাজ শুরু করতে ঠিকাদারকে তাগাদা দেওয়া হবে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ