ভারতকে এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম-সংবলিত ক্ষেপণাস্ত্র সরবরাহ শুরু করেছে রাশিয়া। গতকাল রাশিয়ান সামরিক সহযোগিতা সংস্থার প্রধান দিমিত্রি শুগায়েবের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে দেশটির কয়েকটি সংবাদ সংস্থা। এতে করে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার মুখে পড়ার শঙ্কা তৈরি হয়েছে ভারতের। রাশিয়ার সেনাবাহিনী থেকে কিছু কেনার ক্ষেত্রে ২০১৭ সালে এমন আইন করেছিল যুক্তরাষ্ট্র।
দুবাইয়ে চলমান অ্যারোস্পেস শোতে অংশ নেওয়া দিমিত্রি শুগায়েব জানান, ‘প্রথম চালান ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। চলতি বছরের শেষ নাগাদ এ ইউনিট ভারতে পৌঁছাবে।’ সাড়ে ৫০০ কোটি ডলারের এ চুক্তিতে রয়েছে দূরপাল্লায় আঘাত করতে সক্ষম পাঁচ প্রযুক্তির ক্ষেপণাস্ত্র। চীনের হুমকির জেরে ২০১৮ সালে এ চুক্তি করা হয়।