কুমিল্লা নগরীর চৌমুহনীতে ১৮ নম্বর ওয়ার্ড যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত শুক্রবার রাতে ওয়ার্ড যুবলীগ আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরফানুল হক রিফাত। সাংগঠনিক কার্যক্রম আরও সক্রিয় করতে এ আয়োজন করা হয়।
সম্মেলনের উদ্বোধক ও সভাপতি ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী যুবলীগের আহ্বায়ক আবদুল্লা আল মাহমুদ সহিদ। প্রধান বক্তা ছিলেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবিদুর রহমান জাহাঙ্গীর। সম্মেলন উদ্যাপন কমিটির আহ্বায়ক ছিলেন মো. আমজাদ হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহানগর যুবলীগের যুগ্ম-আহ্বায়ক হাবীবুর আল আমিন সাদী, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জহিরুল ইসলাম রিন্টু, ১৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেল, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও কুসিক কাউন্সিলর মো. আফসান মিয়া, ১৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শওকত আকবর প্রমুখ।