মৌলভীবাজারের কমলগঞ্জের মাধবপুর ইউনিয়নের শিব বাজার জোড় মণ্ডপে রাস উৎসব পালিত হবে আগামী শুক্রবার (১৯ নভেম্বর)। মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের শিব বাজার জোড় মণ্ডপে এই উৎসব হবে।
অন্যদিকে এ উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাঁওয়ে মণিপুরী মৈতৈ সম্প্রদায় তাদের ৩৯ তম রাস উৎসব পালন করবেন আলাদাভাবে।
আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, ২৪ ঘণ্টার অনুষ্ঠান সকালে গোষ্ঠলীলা বা রাখাল নৃত্যের মধ্য দিয়ে শুরু হবে। সন্ধ্যায় অনুষ্ঠিত হবে মণিপুরী ইতিহাস ঐতিহ্য নিয়ে আলোচনা সভা। রাত এগারোটা থেকে পরিবেশিত হবে রাসের মূল আকর্ষণ শ্রীকৃষ্ণের মহারাসলীলা। রাতের মহারাসে গোপিনীদের সঙ্গে কৃষ্ণের মধুরলীলার নৃত্য দেখতে উপস্থিত হবেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার দর্শনার্থী।