হোম > ছাপা সংস্করণ

যুক্তরাষ্ট্রে ফুল-ফ্রি স্কলারশিপ

মুসাররাত আবির

বিজ্ঞানবিষয়ক উচ্চশিক্ষা আর উচ্চতর গবেষণার জন্য বিশ্বে প্রথম সারিতেই আছে যুক্তরাষ্ট্রের নাম। বর্তমান সময়ে অন্যান্য দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রভাব স্পষ্টতই দৃশ্যমান। আর এ জন্য বিদেশি শিক্ষার্থী যাঁরা বিদেশে উচ্চতর গবেষণা বা পিএইচডি করতে চান, তাঁদের বেশির ভাগের প্রথম দিকের পছন্দ থাকে যুক্তরাষ্ট্র–

যুক্তরাষ্ট্রে স্নাতক পর্যায়ে স্কলারশিপ খুবই সীমিত। তাই স্নাতক পর্যায়ে স্কলারশিপ নিয়ে অধ্যয়ন করার সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্রের মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়। ২০২২ সালের কিউএস র‍্যাঙ্কিং অনুযায়ী বিশ্ববিদ্যালয়টি বিশ্বের ১৫৭তম স্থান লাভ করে। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য অনলাইনে আবেদন করতে পারবেন। ‘মিশিগান স্টেট ইউনিভার্সিটি স্কলারশিপ ২০২২’ বৃত্তিটি আকর্ষণীয় একাডেমিক ফলধারী বিশ্বের মেধাবী ও সৃজনশীল শিক্ষার্থীদের দেওয়া হবে। এই স্কলারশিপের আওতায় শিক্ষার্থীরা পাবেন সম্পূর্ণ টিউশন ফি মওকুফসহ নানা একাডেমিক উপবৃত্তি। এখানে ২টি সেশনে ভর্তি হওয়া যাবে—একটি স্প্রিং (মার্চ, এপ্রিল, মে), অন্যটি উইন্টার (সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বর)। যুক্তরাষ্ট্রের মিশিগান শহরের ইয়েস্ট ল্যান্সিংয়ে ১৮৫৫ সালে এ বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। এটি এ দেশের একটি পাবলিক রিসার্চ বিশ্ববিদ্যালয়।

সুযোগ-সুবিধা

  • সম্পূর্ণ টিউশন ফি মওকুফ করা হবে।
  • প্রতিবছর শিক্ষার্থীদের ১ হাজার ২৫০ থেকে ২৫ হাজার ডলার দেওয়া হবে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ১ লাখ থেকে ২১ লাখ টাকা
  • ভিসা প্রদান করা হবে।
  • ভালো ফলাফলের ওপর উপবৃত্তি দেওয়া হবে।
  • অনুষদভিত্তিক উপবৃত্তি দেওয়া হবে।
  • আবাসন, স্বাস্থ্য ও ভ্রমণ ভাতা দেওয়া হবে।

আবেদনের যোগ্যতা

  • যেকোনো দেশের শিক্ষার্থীরা বৃত্তির জন্য আবেদন করতে পারবেন।
  • যুক্তরাষ্ট্রের স্থানীয় শিক্ষার্থীরা বৃত্তিটির জন্য আবেদনের যোগ্য না।
  • একাডেমিক ফলাফল ভালো থাকতে হবে।
  • বিশ্ববিদ্যালয়ে ভর্তির সব প্রয়োজনীয়তা পূরণ করতে হবে।
  • বাংলাদেশে আপনার ১২ বছরের পড়াশোনা থাকতে হবে।
  • ইংরেজি ভাষায় দক্ষতা সনদ প্রদান করতে হবে।

প্রয়োজনীয় কাগজপত্র

  • আবেদনকারীর সিভি।
  • পাসপোর্ট।
  • রেফারেন্স লেটার।
  • একাডেমিক ট্রান্সক্রিপ্ট।
  • একাডেমিক সার্টিফিকেট ও মার্কশিট।
  • স্টেটমেন্ট অব পারপাস।
  • রিসার্চ প্রপোজাল।
  • সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করে থাকলে তার বিবরণ।
  • জন্মনিবন্ধন সার্টিফিকেট।
  • ব্যাংক স্টেটমেন্ট ও ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট।
  • পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট।
  • মেডিকেল ফিটনেস সার্টিফিকেট।
  • অ্যাম্বাসি ফি।

সূত্র: মিশিগান স্টেট বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ