হোম > ছাপা সংস্করণ

বুসানে অ্যাওয়ার্ড জিতল নুহাশের সিনেমা

নির্মাতা নুহাশ হ‌ুমায়ূনের হরর শর্ট ফিল্ম ‘মশারি’ বুসান ইন্টারন্যাশনাল ফ্যান্টাসটিক ফিল্ম ফেস্টিভ্যালে জুরি চয়েজ অ্যাওয়ার্ড জিতেছে। এটি এশিয়ার অন্যতম সেরা চলচ্চিত্র উৎসব। ২২ মিনিটের এই চলচ্চিত্রে অভিনয় করেছেন সুনেরাহ বিনতে কামাল এবং নুহাশের ভাগনি নাইরা ওনোরা সাইফ। অভিনেত্রী শীলা আহমেদের মেয়ে নাইরা। উৎসবে অংশ নিতে নুহাশ ও অভিনেত্রী সুনেরাহ এখন দক্ষিণ কোরিয়ায় রয়েছেন।

সুনেরাহ বলেন, ‘এই প্রথম আমি কোনো চলচ্চিত্র উৎসবে অংশ নিলাম। প্রথম উপস্থিতিতেই দেশের জন্য কিছু নিয়ে আসতে পারলাম। নুহাশ কঠোর পরিশ্রমী ও সৃজনশীল এক নির্মাতা! ওর জন্যই এটা সম্ভব হয়েছে। এই প্রকল্পের অংশ হতে পেরে আমি গর্বিত ও আনন্দিত।’

কাজের অভিজ্ঞতা জানিয়ে ‘ন ডরাই’-খ্যাত এ তারকা বলেন, ‘আমরা টানা পাঁচ দিন শুটিং করেছি। এর মধ্যে এক দিনও ঠিকমতো ঘুমাইনি আমরা কেউ। এমনও হয়েছে, আমরা শট দিচ্ছিলাম আর আমাদের ডিওপি ক্যামেরা হাতে ঘুমের ঘোরে পড়ে যাচ্ছিলেন! পুরো কাজটি হয়েছে একদম মেকআপবিহীন। শুধু ডার্ক সার্কেল বাড়ানো হয়েছে।’

সিনেমাটি এর আগেও একাধিক আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। এর মধ্যে অন্যতম আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল (এএলটিএফএফ) ২০২২-এ সেরা ন্যারেটিভ শর্ট ফিল্ম ক্যাটাগরিতে জুরি অ্যাওয়ার্ড। নুহাশ বলেন, ‘এরই মধ্যে “মশারি” অস্কারের যোগ্যতা অর্জন করেছে। আটলান্টা ফিল্ম ফেস্টিভ্যাল জুরি পুরস্কার জিতেছে, যেটা অস্কার কোয়ালিফাইং পুরস্কার।’

এ বছরের মার্চে ‘২০২২ এসএক্সএসডব্লিউ’ ফিল্ম ফেস্টিভ্যালে ‘মশারি’র ওয়ার্ল্ড প্রিমিয়ার হয়। সিনেমাটির অফিশিয়াল ওয়েবসাইটে দেওয়া সারসংক্ষেপ অনুসারে, বিশ্ব যখন রক্তপিপাসু প্রাণীদের দ্বারা ছেয়ে গেছে, তখন শেষ মানব জাতি ঢাকায় তাদের জীবন বাঁচাতে আশ্রয় নেয় মশারির মধ্যে। অজানা শত্রু থেকে বাঁচার একমাত্র পরিচিত আশ্রয়স্থল মশারি। দুই বোন—অপু (সুনেরাহ) এবং আয়রাকে (নাইরা) বেঁচে থাকার জন্য এই অদ্ভুত নতুন পৃথিবীতে যুদ্ধ করতে হবে। তবে তাদের মধ্যকার সম্পর্কের দ্বন্দ্ব বাইরের বিপদের মতোই হুমকি হয়ে ওঠে।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ