হোম > ছাপা সংস্করণ

‘থাকমু কই চিন্তায় ভালা লাগে না’

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

টাঙ্গুয়ার হাওর লাগোয়া উজ্জ্বলপুর গ্রামের হতদরিদ্র আব্দুর নূর মিয়া। বন্যার পানির তোড়ে তাঁর ঘর ভেসে গেছে। স্ত্রী ও সন্তানদের নিয়ে রাত কাটান অন্যের বাড়ির বারান্দায়। কোথায় থাকবেন, এই দুশ্চিন্তা তাঁকে তাড়া করে। কিছুই ভালো লাগে না।

জানতে চাইলে আব্দুর নূর (৫৫) আজকের পত্রিকাকে বলেন, ‘বন্যায় থাকার ঘর ভাইঙ্গা পালাইছে। থাকমু কই? খাইমু কী? এই চিন্তায় ভালা লাগে না। দিনের বেলায় ঘুইরা ফিইরা চাইয়া থাকি কেউ কোনতা লইয়া আয়নি। রাইত অইলে পুলা-পুরি লইয়া অন্যের বাড়ির বারান্দায় ঘুমাই। আমরার মতো মাইনসেরে কেউ দেখতে আয় না। আইলে কইতাম আমরা গরিব মানুষ। গরিব হইয়া জন্ম নেওয়া পাপ। আমরার দুক্কু, কষ্ট উপরের বেডাইনে ফুনে না। কয় দিন ধইরা চেয়ারম্যান-মেম্বাররে বিছরাই। তারারে পাই না। আমরারে কেউ কুনতা দিছে না। ধারদেনা কইরা ভেঙে যাওয়া চাপটা ঘরটা করছিলাম। এটাও ঢলে ভাসাইয়া নিল। খাইয়া না-খাইয়া ঘরটাত থাকতা পারতাম। পুলা-পুরি লইয়া অহন কই যাইমু?’

বন্যায় ক্ষতিগ্রস্ত আব্দুর নূরের বাড়ি তাহিরপুর উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের উজ্জ্বলপুর গ্রামে। তিনি চার সন্তানের জনক। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি তিনি। বসতভিটা ছাড়া আর কোনো জমি নেই।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবির বলেন, ‘পুনর্বাসনের তালিকা তৈরির কাজ ইউপির মাধ্যমে চলছে। এতে আমরা আব্দুর নূর মিয়ার নাম অন্তর্ভুক্ত করব।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ