চাঁদপুরের হাজীগঞ্জে বাড়ির পুকুরে ডুবে নুসরাত (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার দুপুরে উপজেলার কালচোঁ দক্ষিণ ইউনিয়নের সৈয়দপুরে এ ঘটনা ঘটে। সে ওই এলাকার পাটোয়ারি বাড়ির কামরুল পাটোয়ারির মেয়ে নুসরাত জাহান।
জানা যায়, গতকাল দুপুরে খেলতে গিয়ে বাড়ির পুকুরের ডুবে যায়। পরে ভেসে উঠলে গোসল করতে আসা কয়েকজন তার লাশ উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে দায়িত্বরত চিকিৎসক শিশুটিকে ঘোষণা করেন।
সিদলা গ্রামের ইউপি সদস্য শাহ আলম টিটু বলেন, ‘শিশুটি আমার আত্মীয়। থানা থেকে শিশুর লাশ নিয়ে আমরা পারিবারিক কবরস্থানে দাফনের ব্যবস্থা করেছি।’