কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি
কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ৮টি কমিউনিটি ক্লিনিকে গতকাল মঙ্গলবার করোনার টিকা দেওয়া হয়েছে। সকালে নজর আলী মাতবরপাড়া কমিউনিটি ক্লিনিকে এ টিকাদান কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহাম্মদ নুরের জামান চৌধুরী।
কুতুবদিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের ইপিআই টেকনিশিয়ান সৈয়দ কামরুল হাসান বলেন, প্রতিটি কেন্দ্রে ৫০০ করে ৮টি কেন্দ্রে ৪ হাজার টিকা দেওয়া হয়েছে।