তানোরে মাত্র ছয় বছর বয়সী এক মেয়েশিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে প্রতিবেশী শফিকুল ইসলামকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলায় অভিযুক্তের নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
শফিকুল ইসলাম ও ভুক্তভোগী শিশুটি একই এলাকার বাসিন্দা।
অভিযোগের বরাত দিয়ে তানোর থানার ওসি রাকিবুল হাসান বলেন, ওই শিশু প্রায়ই শফিকুল ইসলামের বাড়িতে টিভি দেখতে যেত। মঙ্গলবার সকালের দিকে ওই শিশু টিভি দেখতে যায়। ওই সময় শফিকুল ইসলাম বাড়িতে একাই ছিলেন। এই সুযোগে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন শফিকুল। ওই সময় মেয়ের খোঁজে শিশুটির মা শফিকুলের বাড়ি পৌঁছে যান। পরে ওই শিশু বাড়িতে গিয়ে স্বজনদের ঘটনাটি জানায়।
ওসি আরও বলেন, ধর্ষণচেষ্টার ঘটনায় ভুক্তভোগী শিশুটির বাবা গত বুধবার রাতে তানোর থানায় মামলা করেন।