চট্টগ্রামের বোয়ালখালীর কালাম কলোনির ২২টি বসতঘর আগুনে পুড়ে গেছে। গতকাল শুক্রবার সকাল ১০টার দিকে মধ্যম শাকপুরার আবুল কালামের কলোনিতে এ আগুন লাগে।
বোয়ালখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মকর্তা মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট গিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে আনুমানিক ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
কলোনির মালিক আবুল কালাম বলেন, কলোনিতে একটি মাছের গুদাম ও একটির মুদির দোকান ছিল। অন্য ঘরগুলোতে ভাড়াটিয়ারা ছিল। আগুনে ৪০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।