হোম > ছাপা সংস্করণ

মাথাপিছু আয় আড়াই হাজার ডলার ছাড়াল

বাংলাদেশের নাগরিকদের মাথাপিছু গড় আয় বেড়েছে। নতুন ভিত্তিবছরের ভিত্তিতে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) করা সর্বশেষ হিসাব অনুযায়ী, দেশের মানুষের মাথাপিছু আয় এখন ২ হাজার ৫৫৪ ডলার, যা গত অর্থবছরে ছিল ২ হাজার ২২৭ ডলার। সে হিসাবে মাথাপিছু আয় বেড়েছে ৩২৭ ডলার।

২০১৫-১৬ অর্থবছরকে নতুন ভিত্তিবছর ধরে সরকার এখন থেকে জিডিপি, প্রবৃদ্ধি, বিনিয়োগ, মাথাপিছু আয় গণনা করছে। এত দিন ২০০৫-০৬ অর্থবছরকে ভিত্তি বছর ধরে এ হিসাব করা হতো। ২০১৫-১৬ অর্থবছরকে ভিত্তিবছর ধরে হিসাব করায় আগের কয়েক বছরের মাথাপিছু আয়ও বেড়ে গেছে।

আগের ভিত্তিবছর অনুযায়ী ২০১৫-১৬ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ১ হাজার ৪৬৫ ডলার। নতুন হিসাবে তা হয়েছে ১ হাজার ৭৩৭ ডলার। একইভাবে পরের অর্থবছরগুলোতেও নিয়মিতভাবে মাথাপিছু আয় বেড়েছে।

আগের হিসাবে ২০১৯-২০ অর্থবছরে মাথাপিছু আয় ছিল ২ হাজার ২৪ ডলার। এখন তা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৩৩৫ ডলারে।

মাথাপিছু আয় বাড়ার বিষয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম আজকের পত্রিকাকে বলেন, এটা হয়েছে মূলত ভিত্তিবছর হালনাগাদ করার কারণে। আগে যে ভিত্তিবছর ধরে হিসাব করা হতো, সেটা ছিল অনেক পেছনে। এখন তা এগিয়ে আনা হয়েছে। ফলে বেইজটা অনেক বেড়েছে। এ কারণেই প্রকৃত চিত্রটা পাওয়া যাচ্ছে। তিনি জানান, এখন যে মাথাপিছু আয় দেখা যাচ্ছে, এটাই বাংলাদেশের মানুষের মাথাপিছু আয়ের আসল চিত্র। ভিত্তিবছর পরিবর্তন করায় জিডিপির হিসাবও হালনাগাদ হবে বলে জানান পরিকল্পনা প্রতিমন্ত্রী।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ