হোম > ছাপা সংস্করণ

মেঘুলা বাজারে আগুনে পুড়ল ১৩ দোকান

দোহার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার দোহার উপজেলার নারিশা ইউনিয়নের মেঘুলা বাজারে অগ্নিকাণ্ডে ১৩টি দোকান পুড়ে গেছে। গত বৃহস্পতিবার দিবাগত রাত দু্ইটার দিকে আগুন লাগার এ ঘটনা ঘটে। ব্যবসায়ীদের দাবি অগ্নিকাণ্ডে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে। তবে এতে কেউ হতাহত হননি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স, দোহার কন্ট্রোল রুমের দায়িত্বরত কর্মকর্তা, শহিদুল আলম বলেন, ‘রাত তিনটার দিকে আমরা আগুন লাগার খবর পাই। এরপর ঘটনাস্থলে গিয়ে আগুন নেভাতে কাজ করে তিনটি ইউনিট।’

শহিদুল আলম বলেন আরও বলেন, ‘প্রায় এক ঘণ্টার চেষ্টায় সোয়া ৪টার দিকে আমরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তবে এর আগেই পুড়ে যায় মুদি পণ্য, কাপড়, স্টেশনারি, কসমেটিকস ও কাঁচা সবজির ১৩টি দোকান।’

মেঘুলা বাজার সমিতির সভাপতি কাজী রুবেল বলেন, ‘আমি রাতে খবর পেয়ে দোহার থানা ও ফায়ার সার্ভিসে খবর দিই। তবের এরই মধ্যে ব্যবসায়ীদের অনেক ক্ষয়ক্ষতি হয়ে যায়। আমার ধারণা সব মিলিয়ে ব্যবসায়ীদের প্রায় এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে।’

দোহার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তফা কামাল আজকের পত্রিকাকে বলেন, ‘মেঘুলা বাজারে আগুনে ১৩টি দোকান পুড়ে গেছে। এতে ব্যবসায়ীদের মালপত্র পুড়ে গেছে বলে খবর পেয়েছি। আমাদের ধারণা কাঁচা সবজির দোকানে বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুনের সূত্রপাত হয়েছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ