পেয়ারার সুবাস
বাঙালির বৈবাহিক যৌনজীবনে পুরুষের আধিপত্যের গল্প নিয়ে নূরুল আলম আতিক নির্মাণ করেছেন ‘পেয়ারার সুবাস’। ২০১৬ সালে শুরু হয়েছিল সিনেমার শুটিং। নানা জটিলতা পেরিয়ে আট বছর পর দেশের ২৭টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এতে পেয়ারা চরিত্রে অভিনয় করেছেন জয়া আহসান। আরও আছেন তারিক আনাম খান, প্রয়াত আহমেদ রুবেল, সুষমা সরকার প্রমুখ।
গত বুধবার পেয়ারার সুবাস সিনেমার প্রিমিয়ার অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে হার্ট অ্যাটাক করলে মারা যান আহমেদ রুবেল। সিনেমাটি প্রয়াত এই অভিনেতাকে উৎসর্গ করা হয়েছে। পেয়ারার সুবাস প্রযোজনা করেছে আলফা আই স্টুডিওজ, সহ-প্রযোজনায় আছে চরকি।
প্রযুক্তির এই যুগে মানুষ নানাভাবে ট্র্যাপে পড়ছে। কখনো সোশ্যাল মিডিয়ায় আইডি হ্যাক হচ্ছে, তো কখনো ফোনালাপ ফাঁস হচ্ছে। জেনে না-জেনে মানুষ এসব ট্র্যাপে পা দিচ্ছে, কখনো কখনো জীবনটা হয়ে পড়ছে দুর্বিষহ। এমন গল্প নিয়ে দ্বীন ইসলাম বানিয়েছেন ‘ট্র্যাপ’। এতে অভিনয় করেছেন অপু বিশ্বাস, জয় চৌধুরী, মাহমুদুল ইসলাম মিঠু, জয়রাজ, দ্বীন ইসলাম প্রমুখ। নুরজাহান বেগমের গল্পে নির্মিত সিনেমাটি প্রযোজনা করেছে ডিএন বাংলা।
২১টি প্রেক্ষাগৃহে দেখা যাবে ট্র্যাপ। এটি জয়-অপু জুটির দ্বিতীয় সিনেমা। এর আগে গত রোজার ঈদে মুক্তি পেয়েছিল এই জুটির ‘প্রেম প্রীতির বন্ধন’।