হোম > ছাপা সংস্করণ

নির্বাচন থেকে সরে দাাড়ালেন দুই বিদ্রোহী

বেনাপোল প্রতিনিধি

নৌকায় সমর্থন দিয়ে শার্শায় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন থেকে ভোটের দুই দিন আগে সরে দাঁড়ালেন আওয়ামী লীগের দুই বিদ্রোহী চেয়ারম্যান পদপ্রার্থী। আগামীকাল রোববার এই ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।

গতকাল শুক্রবার দুপুরে শার্শা উপজেলা চত্বরে সংবাদ সম্মেলন করে এই দুই বিদ্রোহী প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

সর দাঁড়ানো চেয়ারম্যান প্রার্থীরা হলেন উলাশী ইউপির বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আয়নাল হক। এ ইউপিতে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী রয়েছেন রফিকুল ইসলাম। সরে দাঁড়ানো অপর প্রার্থী হলেন ডিহী ইউপির আওয়ামী লীগ নেতা আব্দুল জলিল। এখানে নৌকার প্রার্থী রয়েছেন আসাদুজ্জামান মুকুল।

শার্শা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিরাজুল হক মঞ্জু বলেন, ‘দলের সভাপতি ও প্রধান মন্ত্রী শেখ হাসিনা বলেছেন, নৌকার বিরোধিতা করে কেউ বিদ্রোহী প্রার্থী হবেন না। তাঁর সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা রেখে স্থানীয় সাংসদ শেখ আফিল উদ্দীন গত কয়েক দিন ধরে এলাকায় দ্বন্দ্ব নিরসনে কাজ শুরু করেন। এর পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগের দুই বিদ্রোহী প্রার্থী নৌকায় সমর্থন জানিয়েছেন।’

উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক মঞ্জু আরও বলেন, ‘এর আগে আরও দুই বিদ্রোহী প্রার্থী শার্শা ইউপির সোহারব হোসেন ও পুটখালীর নাসির উদ্দীন নৌকায় সমর্থন জানিয়ে সরে দাঁড়ান। আরও যারা বিদ্রোহী বা স্বতন্ত্র প্রার্থী রয়েছেন সবাই যাতে নৌকার হয়ে কাজ করেন সে চেষ্টা চালানো হচ্ছে।’

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ