হোম > ছাপা সংস্করণ

বিল ইজারার অভিযোগ অস্বীকার শিক্ষকের

মান্দা (নওগাঁ) প্রতিনিধি

নওগাঁর মান্দায় মৎস্যজীবী সেজে শিশুগাড়ি বিল ইজারা নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন রায়হান কবির নামের এক শিক্ষক। তাঁর অভিযোগ, তাঁর বিরুদ্ধে অপপ্রচার ও কল্পকাহিনি সাজিয়ে বিভিন্নভাবে হেনস্তার অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন মৎস্যজীবী সমিতির এক নেতা। গতকাল মঙ্গলবার সকালে উপজেলার কাঁঠালতলি মোড়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন তিনি।

শিক্ষক রায়হান কবির উপজেলার চকদেবীরাম গ্রামের বাসিন্দা ও রামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। সংবাদ সম্মেলনে তিনি বলেন, শিশুগাড়ি বিল ইজারার জন্য জেলা প্রশাসকের কার্যালয় থেকে দরপত্র আহ্বান করা হলে চকদেবীরাম মৎস্যজীবী সমবায় সমিতি ও চেরাগপুর মৎস্যজীবী সমবায় সমিতি দরপত্র দাখিল করে। বিলটি ইজারা নেওয়ার জন্য মৎস্যজীবী সেজে তিনি আবেদন করেছেন এমন অভিযোগ এনে অপপ্রচারে লিপ্ত হন চকদেবীরাম মৎস্যজীবী সমিতির নেতা ওহিদুল ইসলাম।

শিক্ষক রায়হান কবির দাবি করেন, তিনি মৎস্যজীবী নন, মৎস্যজীবীদের কোনো সমিতির সঙ্গেও তাঁর সংশ্লিষ্টতা নেই। সরকারি জলমহাল ইজারা নিতে নীতিমালার আলোকে মৎস্যজীবী সমিতির সভাপতি কিংবা সাধারণ সম্পাদকেরা দরপত্র দাখিল করতে পারেন, অন্য কেউ নন। অথচ তাঁর বিরুদ্ধে এমন ভিত্তিহীন অভিযোগ তুলে মৎস্যজীবীদের ওই নেতা গত রোববার রামনগর এলাকায় মানববন্ধনের আয়োজন করে তাঁকে হেনস্তা করেন।

সংবাদ সম্মেলনে শিক্ষক রায়হান কবিরের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে আরও বক্তব্য দেন চকদেবীরাম গ্রামের আব্দুল হামিদ ও আবু তালেব, চকভোলাই গ্রামের সাজ্জাদ আহমেদ ও হজরত আলী।

এ প্রসঙ্গে চকদেবীরাম মৎস্যজীবী সমবায় সমিতির সভাপতি ওহিদুল ইসলাম বলেন, শিশুগাড়ি বিল ইজারা নেওয়ার জন্য শিক্ষক রায়হান কবির চেরাগপুর মৎস্যজীবী সমিতির উপদেষ্টা সেজে দরপত্র দাখিল করেন। বিষয়টি জানার পর উপজেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি অভিযোগ দিয়েছেন।

উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রেজাউল ইসলাম বলেন, এ-সংক্রান্ত একটি অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে শিক্ষক রায়হান কবির চেরাগপুর সমিতির উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন। বিল ইজারা নেওয়ার বিষয়ে তাঁর সংশ্লিষ্টতা পাওয়া যায়নি।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ