আখাউড়া স্থলবন্দরের নষ্ট থাকা ওয়ে ব্রিজটি (স্কেল) আবার চালু হয়েছে। তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকার পর গতকাল বৃহস্পতিবার সকালে এটি চালু হয়। টেকনিশিয়ানেরা গত বুধবার দিনভর চেষ্টা চালিয়ে ব্রিজটি মেরামত করে বলে জানায় বন্দর কর্তৃপক্ষ।
আখাউড়া বন্দর কর্তৃপক্ষের সহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, টেকনিশিয়ানেরা গত বুধবার দিনভর চেষ্টা চালিয়ে ওয়ে ব্রিজটি মেরামত করেন। গতকাল সকালে বন্দরে থাকা ভারতীয় পণ্যবোঝাই একটি ট্রাক ওজন পরিমাপের মাধ্যমে এর কার্যকারিতা নিশ্চিত হওয়া গেছে। তবে বন্দরের কার্যক্রম স্বাভাবিক থাকলেও কালী পূজা উপলক্ষে ভারতীয় ব্যবসায়ীরা বাণিজ্য বন্ধ রেখেছেন। তাই ভারত থেকে কোনো ট্রাক আখাউড়া স্থলবন্দরে প্রবেশ করেনি।
আখাউড়া সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মোবারক হোসেন ভূঁইয়া বলেন, আখাউড়া স্থলবন্দরের একমাত্র ওয়ে ব্রিজটি নষ্ট থাকায় আমদানি করা পণ্যের ওজন নিয়ে জটিলতা তৈরি হচ্ছিল। এতে গত সোমবার দুপুর থেকে আমদানি বন্ধ রাখা হয়েছিল। তবে আগামী শনিবার থেকে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ফের শুরু হবে।