ভালুকা উপজেলার দুই ইউনিয়ন কৃষক লীগের সভাপতিকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়েছে। উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবিব মোহন ও সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম জাকারিয়ার যৌথ স্বাক্ষরে তাঁদের অব্যাহতি দেওয়া হয়।
জানা গেছে, উপজেলার ৪ নম্বর ধীতপুর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মো. তোফাজ্জল হোসেন দলের সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় তাঁকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া ৬ নম্বর ভালুকা সদর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি মেহেদী হাসান মিশেল নৌকা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে গিয়ে স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে সাময়িকভাবে অব্যাহতি দেওয়া হয়।
উপজেলা কৃষক লীগের সভাপতি আহসান হাবিব মোহন সংগঠন থেকে দুজনকে অব্যাহতি দেওয়া বিষয়টি নিশ্চিত করেছেন।