ঈদ তো চলেই এল। একটু একটু করে টিফিনের টাকা জমিয়ে বন্ধুদের জন্য উপহার কিনে ফেলেছ নিশ্চয়ই। কিন্তু ঈদের উপহার কি আর এমনি এমনি দেওয়া যায়? সুন্দর করে গিফট পেপার দিয়ে মুড়িয়ে ফিতা দিয়ে বেঁধে নাম লিখে তারপরই তা তুলে দিতে হয় প্রিয় বন্ধুর হাতে। এক কাজ করো, এবার নিজেই বানিয়ে ফেলো গিফট পেপার। তারপর উপহার মুড়িয়ে তুলে দাও বন্ধুর হাতে।
যা যা লাগবে
চলো বানাই