হোম > ছাপা সংস্করণ

জামিন পেলেন সেই কমল চন্দ্র অধিকারী

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটি উপজেলায় গ্রেপ্তারের এক দিন পর জামিন পেলেন ছেলে হত্যাচেষ্টার বিচার চেয়ে মানববন্ধন করা কমল চন্দ্র অধিকারী। গত সোমবার বিকেলে জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে জামিনের আবেদন করা হয়। বিচারক মো. মনিরুজ্জামান শুনানি শেষে তাঁর জামিন মঞ্জুর করেন।

এর আগে গত রোববার সকালে নলছিটি প্রেস ক্লাবের সামনে মানববন্ধন শেষে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় গণমাধ্যমে সংবাদ প্রকাশ হয়। আর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় ওঠে।

এ বিষয়ে কমল চন্দ্রের স্ত্রী কল্যাণী রানী অধিকারী বলেন, ‘আমার স্বামীকে মিথ্যা মামলায় পুলিশ গ্রেপ্তার করে। এ মামলায় আদালত তাঁর জামিন হয়েছে। অথচ পুলিশ এখনো আমার ছেলেকে হত্যাচেষ্টা মামলার আসামি সৈয়র ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সঞ্জয় মন্ডলকে গ্রেপ্তার করতে পারেনি। আমরা গরিব, বিধায় আমাদের হয়রানির শিকার হতে হয়। ওদের টাকা আছে, তাই পুলিশ ধরে না।’

জানা যায়, কমল চন্দ্র অধিকারীর সঙ্গে প্রতিবেশী সৈয়র ভোজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সঞ্জয় মন্ডলের পরিবারের জমি নিয়ে বিরোধ রয়েছে। এ ঘটনায় একাধিকবার শালিস হলেও সঞ্জয় মন্ডলের পরিবার তা মানছেন না। উল্টো বিভিন্ন সময় কমল চন্দ্র অধিকারীকে গ্রামছাড়া করার হুমকি দেওয়া হয়। এর জেরে সঞ্জয় মন্ডল ও তাঁর মা অঞ্জলী রানী মন্ডল ১৬ এপ্রিল কমলের স্ত্রী কল্যাণী রানী ও ছেলে শান্ত অধিকারীকে পিটিয়ে আহত করেন।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ