গ্রিন ইউনিভার্সিটির শিক্ষকদের করা তিনটি গবেষণা আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হয়েছে। মালয়েশিয়া মাল্টিমিডিয়া ইউনিভার্সিটির উদ্যোগে গত বুধবার ‘রিসার্চ ইনোভেশন কমার্শিয়ালাইজেশন অ্যান্ড এন্টারপেনারশিপ শোকেস-২০২১’ ভার্চুয়াল প্রদর্শনীতে তিনটি ক্যাটাগরিতে স্বীকৃতি পান বিশ্ববিদ্যালয়টির কয়েকজন শিক্ষক।
পুরস্কারপ্রাপ্তরা হলেন গোল্ড ক্যাটাগরিতে টেক্সটাইল বিভাগের শিক্ষক মো. তৌহিদুল ইসলামের নেতৃত্বাধীন টিমের মো. আব্দুল্লাহ আল মামুন, ড. হাসান শাহরিয়ার, মো. মাহবুবুর রহমান ও মো. মনির হোসেন। এ ছাড়া সিলভার ক্যাটাগরিতে ইইই বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম শিহাবুদ্দিন ও একই বিভাগের শিক্ষক মো. ইমামুল ইসলামের নেতৃত্বাধীন টিমমেম্বার হিসেবে মো. হাসান মারুফ, ড. আহমেদ আল মনসুর, মো. আসিফ উল হক, ড. রাতিল হাসনাত আশিক পুরস্কৃত হয়েছেন।
এর আগে গবেষণা প্রবন্ধগুলো গ্রিন ইউনিভার্সিটি সেন্টার ফর রিসার্চ ইনোভেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (ক্রিট) আয়োজিত রিসার্চ এক্সিবিশন ২০২১-এ স্থান পায়। সেখান থেকে বাছাইকৃত শীর্ষ তিনটি প্রবন্ধ আন্তর্জাতিক প্ল্যাটফর্মের এই প্রতিযোগিতায় পাঠানো হয়। বিজ্ঞপ্তি।