হোম > ছাপা সংস্করণ

দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মূলে আওয়ামী সিন্ডিকেট: শাহাদাত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

নগর বিএনপির আহ্বায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, দ্রব্যমূল্য ঊর্ধ্বগতির মূল হোতা আওয়ামী সিন্ডিকেট। এর বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণের নাভিশ্বাস উঠেছে। প্রতিদিনই বাড়ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য। সরকার সম্পূর্ণ ব্যর্থ হয়েছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে ধরতে।’

গতকাল শনিবার ফিরোজ শাহ তাফছিরুন্নেছা ফাউন্ডেশনের উদ্যোগে গরিব, অসহায় পরিবারের মাঝে ইফতার ও সেহরি সামগ্রী বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে শাহাদাত হোসেন এসব কথা বলেন।

ডা. শাহাদাত হোসেন আরও বলেন, যারা অন্যায় কাজ করছে, যারা জোর জবরদস্তি করে ক্ষমতায় আছে, সেসব দুর্নীতিবাজের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। আন্দোলনের মাধ্যমে এই দুর্নীতিবাজ, অগণতান্ত্রিক সরকারের পতন ঘটাতে হবে।

বিশেষ অতিথির বক্তব্যে চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্যসচিব আবুল হাশেম বক্কর বলেন, এই জুলুমবাজ সরকার যত দিন পর্যন্ত ক্ষমতায় টিকে থাকবে তত দিন পর্যন্ত এই দেশের সাধারণ মানুষ দুর্ভোগ থাকবে। এই সরকারের সর্বক্ষেত্রে অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনে জনগণ আজ দিশেহারা।

আকবরশাহ থানা বিএনপির সভাপতি আব্দুস সত্তার সেলিমের সভাপতিত্বে এবং আকবরশাহ থানা বিএনপির সহসভাপতি ও ফাউন্ডেশনের সভাপতি খাজা মাইনুদ্দিনের সার্বিক সহযোগিতায় উপস্থিত ছিলেন নগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ইয়াছিন চৌধুরী লিটন, কেন্দ্রীয় মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি মনিরুল ইসলাম ইউসুফ, সীতাকুণ্ড উপজেলা বিএনপির আহ্বায়ক ইসাক কাদের চৌধুরী, আকবরশাহ থানা বিএনপির সাধারণ সম্পাদক মাইন উদ্দিন চৌধুরী মাইনু প্রমুখ।

শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেষ সাক্ষীর জেরা চলছে

ঝাঁকে ঝাঁকে ইলিশ পাওয়ার আশায় সাগরে জেলেরা

ভারতের নিষেধাজ্ঞা: স্থলবন্দর থেকে ফেরত আসছে রপ্তানি পণ্য

নিলামে গৌতম বুদ্ধের রত্নসম্ভার

যুক্তরাষ্ট্র-চীনের সমালোচনা জাতিসংঘের উদ্বেগ

ভারতের হামলা, পাকিস্তানের প্রস্তুতি

মহাসড়কে ডাকাতি, লক্ষ্য প্রবাসীরা

বিআরটি লেনে বেসরকারি বাস

হইহুল্লোড় থেমে গেল আর্তচিৎকারে

সন্দ্বীপ সুরক্ষা প্রকল্প: এক বছরেও শুরু হয়নি কাজ